• Home
  • Category: Current News

অনাথ ৬ বন্ধুর এসএসসি জয়

ছোটকালেই তারা বাবাকে হারিয়েছেন। অভাবের তারনা আর নানা প্রতিবন্ধকতায় থাকা হয়নি মায়ের কাছেও। কখনো নিকটতম স্বজনের স্নেহের পরশ পাবার সৌভাগ্যও হয়নি তাদের। নেই প্রতিবেশি, নেই পরিচিত কেউ।

ঠিকানাহীন এমন ৬ বালক এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে একজন পেয়েছেন জিপিএ-৫। সবার স্বপ্ন প্রকৌশলী হওয়ার, নিজের পায়ে দাঁড়িয়ে দুঃখিনি মায়ের কাছে ফিরে যাওয়ার। অনিশ্চিত পথের জীবন থেকে ওঠে আসা এই ছয় বালক একে অপরের বন্ধু। তারা হলেন- শ্রী সাগর টপ্পো, বিপ্লব বাবু, আব্দুল মজিদ, সাজ্জাদুল ইসলাম সিয়াম, আরিফুল ইসলাম জয় এবং সাগর চন্দ্র রায়।

ছোট থেকে তারা বেড়ে ওঠেছেন পঞ্চগড়ের ‘আহছানিয়া মিশন শিশু নগরীতে’। এ বছর পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তারা। এসএসসির সফলতায় তাদের যেন বাধভাঙা উচ্ছ্বাস, চোখে নতুন জীবন সাজানোর স্বপ্ন। তাদের মতো স্বপ্ন বুনছেন নগরীতে থাকা আরো ১৬০ জন মা-বাবাহীন শিশু।

আহছানিয়া মিশন শিশু নগরীটি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়া গ্রামে অবস্থিত। অনাথ, ছিন্নমূল এবং বঞ্চিত ও হারিয়ে যাওয়া পথশিশুদের সুন্দর ভবিষ্যত গড়তে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এটি।

রোববার বিকেলে এই শিশু নগরীতে গিয়ে দেখা যায়, দুই পাশে দুটি বড় বড় ভবন। মাঝে একটি বিশালাকার খেলার মাঠ। শিশুদের পদচারণায় মুখর মাঠটি। সেখানে কথা হয় সদ্য এসএসসি পাশ করা এই ছয়জনের সঙ্গে।

জিপিএ-৫ অর্জন করেছেন সাগর টপ্পো। রংপুরের মিঠাপুকুরে তাদের বাড়ি ছিলো। ২০১২ সালে তার দিনমুজুর বাবা সামছুল টপ্পো মারা যান। এরপর থেকেই ছোট্ট সাগর মায়ের সঙ্গে জীবন যুদ্ধে জড়িয়ে পড়েন, শুরু হয় ভাসমান জীবনযাপন। থাকতে হতো খেয়ে না খেয়ে। পড়ালেখাতো ছিলো কল্পনাতীত। সেখান থেকে এক সমাজকর্মী উদ্ধার করে ২০১৪ সালে এই শিশু নগরীতে ঠাঁই দেয় সাগরকে। এরপর থেকে শুরু হয় তার নতুন স্বপ্ন দেখা। প্রাথমিকেও ভালো ফলাফল ছিলো তার। প্রকৌশলী হতে চান সাগর, দেশের জন্য কিছু করতে চান তিনি।

জিপিএ-৪.৫৪ পাওয়া বিপ্লব বাবু জানান, বাবা-মায়ের সঙ্গে রংপুরে থাকতেন তিনি। বাবা এরশাদ আলীর মৃত্যুর পর খুব কষ্টে দিনাতিপাত করতে হতো তাদের। ২০১৩ সালে এক দুঃসম্পর্কের স্বজনের মাধ্যমে এখানে আসেন তিনি। বলেন, শুরুর দিকে খারাপ লাগলেও এখন ভালো আছি। এটাই আমার বড় ঠিকানা। এসএসসি পাশ করবো- এটা ছিলো স্বপ্নের মতো। পাশ করেছি, এই অনুভূতি বুঝাতে পারবো না। পড়ালেখা শেষ করে ভালো কিছু করতে চাই।

জিপিএ-৪.৫৪ পেয়েছেন আব্দুল মজিদও। তিনি বলেন, আমার জন্মস্থান দিনাজপুরে। ২০০৯ সালে আমার বাবা নিরুদ্দেশ হন। বেঁচে আছেন কি-না জানি না, মা ঢাকায় থাকেন। আমিও ঢাকায় একটি অনাথআলয়ে ছিলাম। সেখানে ৫ম শ্রেণি পর্যন্ত পড়েছি। এরপর ঠাঁই হয় এখানে।  ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হই পাশের বিদ্যালয়ে। সেখান থেকে অষ্টম শ্রেণি পাশ করে কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি হই এবং এ বছর এসএসসি পাশ করি। ভালো রেজাল্ট করেছি, সামনে আরো ভালো করতে চাই।

সাজ্জাদুল ইসলামের সিয়ামের রেজাল্ট জিপিএ-৪.৩২। তিনিও বাবা হারিয়েছেন অবুঝ কালে, থাকা হয়নি মায়ের কাছেও। তিনি বলেন, ‌‘কখনো কারো আদর স্নেহ পাইনি। আত্মীয় স্বজন কেউ আছেন কি-না তাও জানি না। এই শিশু নগরীই আমাদের ঠিকানা। এখানকার স্যারেরাই আমাদের অভিভাবক।’

জিপিএ-৩.৮২ পেয়ে উত্তীর্ণ আরিফুল ইসলাম জয় বলেন, ঢাকায় থাকতাম। বাবার মৃত্যুর পর এখানে ঠাঁই হয়, মা ঢাকায় গৃহকর্ত্রীর কাজ করেন। মাঝে মধ্যে ফোনে কথা হয়। আমাদের বাড়ি কই জানি না, মায়ের কাছে কখনো জানতেও চাইনি।

জিপিএ-৩.৭১ পাওয়া সাগর চন্দ্র রায় কখনই বাবাকে দেখেননি। তার জন্মের পর পরই নিরুদ্দেশ হয়েছিলেন বাবা শলন্ত রায়। বেঁচে আছেন কি-না তাও জানেন না। শুধু জানেন তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে, মায়ের নাম কুসু রানী। 

আহছানিয়া মিশন শিশু নগরী কর্তৃপক্ষ জানান, বিভিন্ন বয়সী ১৬০ জন শিশু রয়েছে এখানে। এই ৬ জনের মতো প্রত্যেকেরই গল্প হৃদয়বিদারক। অনেকেই রয়েছে পরিবার থেকে হারিয়ে যাওয়া, জানে না নিজের পরিচয়। আবার কারো বাবা নেই, কারো মা নেই। এমনও আছে কারো বাবা-মা দুজনই নেই। তবে এখানে স্বাচ্ছন্দ্যেই থাকছে তারা। সময়মতো পড়ালেখা, বাকীসময় খেলাধুলা আর আনন্দ বিনোদনে পার করে তারা।

শিশু নগরীর শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, শিশুদেরকে এখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এরপর তারা মাধ্যমিকে স্থানীয় স্কুলে ভর্তি হয়। সদ্য এসএসসি পাশ করা ৬ জনও এখান থেকেই প্রাথমিক শেষ করেছিলো। শিশুদের যাবতীয় খরচবহনসহ মৌলিক চাহিদাগুলো পূরণ করে আহছানিয়া মিশন।

শিশু নগরীর কৃষি কর্মকর্তা সেলিম প্রধান বলেন, বিভিন্নভাবে বঞ্চিত শিশুদের এখানে ঠাঁই হয়। শুরুর দিকে শিশুরা থাকতে না চাইলেও একটু বড় হবার পর তারা অনেক কিছু বুঝতে শিখে। তারা বুঝতে পারে এটাই তাদের মূল ঠিকানা। এখানে শিশুরা নিজের বাড়ির মতই থাকে, পড়ালেখা করে। 

তিনি বলেন, আহছানিয়া মিশনের উদ্দেশ্য হলো এই শিশুদের ১৮ বছর পূর্ণ হলে কর্মমুখী শিক্ষা দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সদ্য এসএসসি পাশদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করবে আহছানিয়া মিশন।

আহছানিয়া মিশন শিশু নগরীর সেন্টার ম্যানেজার দিপক কুমার রায় বলেন, অন্ধকারে পা বাড়ানো শিশুদের আলোর পথে নিয়ে আসে আহছানিয়া মিশন। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই শিশু নগরী প্রতিষ্ঠিত হয়েছে। এ বছর ৬ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে একজন জিপিএ-৫ সহ সবার ভালো ফলাফল এটা একটা বড় অর্জন বলে মনে করি। এখানে থাকা অন্য শিশুরাও ক্রমান্বয়ে সুফল বয়ে আনবে। দিপক কুমার রায় বলেন, এই শিশু নগরী গত এক দশক ধরে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সহযোগিতায় চলছিলো। তবে গত দেড় বছর ধরে আহছানিয়া মিশনের নিজস্ব অর্থায়নে চালাতে হচ্ছে। এতে নানান সঙ্কট দেখা দিচ্ছে। ভবিষ্যতে কোনো ব্যক্তি বা দাতা প্রতিষ্ঠান সহযোগিতার হাত না বাড়ালে হিমশিম খেতে হবে। অনিশ্চিত হয়ে পড়বে শিশুদের সব স্বপ্ন। এই মহতি কার্যক্রম ধরে রাখতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

‘Run for the Children 2021’- a Charity Initiative of Hotel Sarina to Help Disadvantaged Children of AMCC.

Hotel Sarina, Dhaka, in association with Dhaka Ahsania Mission have organized ‘Run for the Children 2021’, a fundraising charity event as a part of their Corporate Responsibility Programs to help the disadvantaged orphan children of Ahsania Mission Children City.


The charity run was held on Friday 26th November, 2021, from 6am to 11am starting and ending at Hotel Sarina premises. The 5 kilometer route took participants through the leafy Gulshan area with water refreshment stops on route. The registration fee (minimum BDT200) was collected as a donation for AMCC.

For the enthusiastic humanitarian participation, each participant received a special ‘Run for the Children’ t-shirt & caps sponsored by Berger Paints Bangladesh LTD. Also, Sarina organized hand-over ceremony in their Banquet Hall prior to the event where a lucky draw & prize giving ceremony took place. Also, the proceedings of the event was donated immediately after the event to Dhaka Ahsania Mission.

Through Ahsania Mission Children City, Dhaka Ahsania Mission will ensure to make the best use of the donation for the developmental purpose of most-disadvantaged orphan street children of the country who are currently taking full time residential support in Panchgarh.

We Thank Hotel Sarina and all the event sponsors: Akij Food & Beverages, Transcom Beverages, Fresh-MGI, Jonson Diversery, Amra Networks, Noor Trade House, Abdullah Vegetables., Globe-Orangie, Dexorious Engineering, who came forward to help our children to live a better life and to pursue a brighter future.

The foundation stone of AMCC School Building laid

On 27th September (Monday), the honorable President of Dhaka Ahsania Mission (DAM)laid the foundation stone of Ahsania Mission Children City (AMCC) School Building at Hafizabad, Panchagarh while Dr. M. Ahsanur Rahman, Executive Director of DAM and other senior officials of head office were present in the occasion. Ahsania Mission Support Forum (AMSF)is funding the entire construction cost of the school building. Disadvantaged children and officials of AMCC are sincerely acknowledged the immense support that AMSF is contributed to construct the school building. This initiative of AMSF would be another life changing step for the disadvantaged children of AMCC.

DAM embarked on the journey of the comprehensive development of the most vulnerable & disadvantaged children in 2012 with the institute that is called Ahsania Mission Children City (AMCC) situated at Panchagarh. This compassionate initiative was mind mapped by DAM’s president 10 years ago with the financial support of KNH Germany. Our key thrust is to ensure their rights to be secure, to participate & develop full potential of every child we have enrolled. Presently, we have 235 disadvantaged & street children aging 6-18 who are availing our services in a family-like environment. 









AMCC celebrate the Independence Day and 50 years of independence

AMCC celebrate the Independence Day and 50 years of independence, on 26th & 27th March, 2021. AMCC arranged two-day-long annual sports and cultural competition.

On the first day, children and staffs rallied into the community. The next day, children weredivided into four small groups according to their grades to celebrate the occasion with sports.The category of sports was: long run, treasurehunt, long jump, frog run and cosplay.

The event ended upwith a cultural event and prize giving ceremony. Childrenand staffs together in the Joint Management System approach, did the overallevent management.

Similarly, previously, they alsocelebrated theInternational Motherlanguage day on 21stFebruary, 2021.Theywent for a communityrally with flowers andvisited the “ShaheedMinar” to pay theirhomage to the martyrs.

Executive Directors Visit at AMCC

In March, The Executive Director of Dhaka Ahsania Mission (DAM), DR. M. Ehsanur Rahman visited AMCC residence, located in the Hafizabad union of Panchgarh. He overviewed the overall activities and services of AMCC putting emphasis on AMCC building renovation and agricultural management.

no images were found

He suggested a good number of strategic changes for overall asset and programmatic grounds which later got implemented. His given suggestions were,

1. To handle the renovation of the first buildingresponsibly and with strict monitoring.

2. The electric wiring should be done properly to ensure safe earthing

3. All electronic devices should be kept in particular places only (Television Room; Room No. 305&3rd floor of the old building)

4. To convert the music roomintoa library.

5. To make one particular office room for social worker, agricultural officer, accounts

officer and tokeep one store room.

6. To keep the Child profiles in the office room.

7. to replace the brickboundary behind the old building with tin.

8. To paint the 2nd gate of the campus.

9. To renovated and clean the backspace of the old building.

10. To decorate the counselling room with help of a senior counsellorof DAM.

11. To digitalise and organize all information regarding children.

12. To decorate and capacitated the office of the centre managerwith sufficient furniture

14.  To accommodate fire distinguisher in Kitchen, Residential buildings.

15. Ayu space should be constructed with washrooms behind the prayer room.

17. The lighting should be sufficient in the dinning space.

18. To keep the walls of 2nd building, stair walls and the pillars clean

19. To facilitateactivities of computer lab in two shifts.

20. To reconstruct the 2nd building staircases and repair the switch boards.

21. To use children’s name and number on the agricultural plots

22. To renovate the main road of the AMCC

23. To put special attention to case management ofchildren who are 15+

24. To do skill-assessments for Primary school graduates and special children.

26. To have a joint collaboration meeting once every month between head office staffs and Panchgarh staffs.

This visit of honourable ED sir hasplayed a significant role & helped the AMCC team to move toward completion of our dreams & visions for the most-vulnerable & disadvantaged children of AMCC. We thank him for his valuable guidance and guardianship.

HOTEL SARINA’s Creative Social Attempt for Street Children

On International Mother Language Day, 2021, Hotel Sarina Invited AMCC to attend their Day-long Live Charity Painting Exhibition where 50+ well-known and socially responsible artists participated with a vision to donate the money raised from the artworks to the most-vulnerable & disadvantaged street children of AMCC. Along with the exhibition, a live cultural performance was carried out. To intensify the impact, they ran a month-long book donation campaign too which were handed-over to AMCC on the day of the event.

Artist Ahmed Nawaz, The Managing Director Golam Sarwar Chowdhury and the Chairperson of Hotel Sarina, Sabera Sarwar Neena were present on the occasion.

Later, on theInternational Day for Street Children,they visited DAM head office again to offer another dose of surprise.They brought 33 artworks with them and donated BDT 1,39,000/- (One lac Thirty-nine Thousand) that they have raised from the auction for comprehensive development of the disadvantaged children of Ahsania Mission Children City (AMCC). Reversing it, we utilized this opportunity to pay our utmost homage to them for being a socially responsible corporate organization.

At this event, we had the valuable presence of the President of DAM, Kazi Rafiqul Alam& Executive Director, Dr. M. Ehsanur Rahman along with the Chairperson of Hotel Sarina, Mrs. Sabera Sarwar Neena& the General Manager, Mr. Sree. The whole programme was collaborated by the Programme Coordinator of DAM, Sk. MahabbatHossen.

We express our utmost gratitude to Hotel Sarina Dhaka for being a consistent ally of AMCC and DAM.

Two-day Long Training on Investigation Process for Reintegrating Children into the Families

AMCC participated in a two-day-long workshop organized by Kindernothilfe (KNH)-Bangladesh team on ‘Investigation ProcessforReintegratingChildren into the Families’inside its own premises on 14th & 15th of February, 2021.

Altogether 12 staffs participated in the workshop which consists of Teachers, Councillors, Paramedic, Social Workers, Accounts Officer, Program Officer, Centre Manager and Program Coordinator. As a facilitator, we had the presence of Md. Moniruzzaman Mukul, Program Coordinator, (KNH- Germany).

The facilitator triggered the point that AMCC staffs has been directly working with children with a view to reintegrate them for last 10 years. So, the workshop is a mixture of reviewing & sharing the learning. That is why, it is very important to keep up the flow of knowledge-sharing for the advancement of new team members.

The objectives of the workshop were to identify the reasons of children getting separated from their families; to fill in gaps within the activities related to reintegration; to review programme design & components of working with street children, their families and communities; to explore cross-cutting resources & principles of good practice in children’s reintegration; to share reintegration tools and techniques keeping CPP and CRC in consideration.

The workshop ended up with discussing regular practices, pulling out a demonstration session and documenting all the suggested solutions. 

AMCC organized its 2nd Student Council Election

On 22nd February, 2021 AMCC organized its 2nd Student Council Election.

Student Council is one of the leadership building activities that engages children into taking ownership of their own roles in making difference. These selected child representatives would take lead to make decision regarding educational & school infrastructural changes for next one year.

This year, 27 Children competedfor 7 chairs. Electioncommissioner Md. Rubel,Presiding Officer Md. Sadek&polling officer Md. Mahabubtogether facilitated this election.In total, among 126 childrenvoter, 112 voted and 3 voteswere cancelled.

Being an active part of these practical leadership and teambuilding experiences, children are

acquiring soft skills like socializing, effective communication and public speaking which is helping them to grow as responsible & maintained human beings.

Arif, Biplob and Imran obtained scholarship for the PSC-2017

10 children appeared for the PSC-2017 exam from Children City Primary School and 3 received GPA-5 and the rest 7 got GPA-4. Pass rate is 100%. After publishing the result of primary education scholarship Arif, Biplob and Imran obtained scholarship which is news of great delight and happiness for children and teachers. Similarly in the PSC exam of 2016 out of 6 candidates 4 had GPA-5 and other two got GPA 4 keeping trend of pass rate 100%. Sohan and Naim also bagged scholarships in 2016. Scholarships of Arif, Biplob and Imran are milestone of hope and success for the future generation of children city.